২০২০ সালের মধ্যে চীনের সকল গ্রামের মানুষ দারিদ্র্যমুক্ত হবে
  2017-10-18 12:52:55  cri

অক্টোবর ১৮: ২০২০ সালের মধ্যে চীনের সকল গ্রামের মানুষ দারিদ্র্যমুক্ত হবে। আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে পঠিত কর্ম-প্রতিবেদনে এ তথ্য জানান প্রসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, দেশ তখন সার্বিকভাবে দারিদ্র্যমুক্ত হবে।

প্রেসিডেন্ট জানান, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য চীনা কমিউনিস্ট পার্টি দেশের শক্তি ও সামর্থ্যকে সামগ্রিকভাবে কাজে লাগাবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় বিভিন্ন প্রাদেশিক সরকার এবং শহর ও জেলার স্থানীয় সরকারগুলো যথাযথভাবে দায়িত্ব পালন করবে। প্রতিটি পর্যায়ে সিপিসি ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ মূল দায়িত্ব পালন করবে এবং দারিদ্র্যবিমোচনের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলোর শিক্ষাখাতের ওপর গুরুত্ব দেবে। (শিশির/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040