সংবিধান সমুন্নত রাখতে সিপিসি'র সদস্যদের প্রতি প্রেসিডেন্ট সি'র আহ্বান
  2017-10-18 12:47:18  cri
অক্টোবর ১৮: দেশের সংবিধান সমুন্নত রাখতে সম্ভাব্য সবকিছু করতে সিপিসি'র সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রসে পেশ-করা কর্ম-প্রতিবেদনে এ আহ্বান জানান।

প্রেসিডেন্ট বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংবিধান লঙ্ঘন করতে দেওয়া হবে না এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে ও আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনের সর্বক্ষেত্রে সংবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ জন্য তত্ত্বাবধান-ব্যবস্থাও জোরদার করতে হবে। যে-কোনো মূল্যে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে হবে।(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040