আরো উন্মুক্ত হবে চীন
  2017-10-18 12:36:14  cri
অক্টোবর ১৮: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে গুরুত্ব দিয়ে যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জনের নীতি মেনে চলে, সৃজনশীল সামর্থ্য, উন্মুক্তকরণ ও সহযোগিতা জোরদার করা হবে।

সেই সঙ্গে বাণিজ্যিকভাবে শক্তিশালী দেশের কার্যক্রম জোরদার করা, উচ্চমানের বাণিজ্য ও বিনিয়োগ অবাধ করা ও সুবিধাজনক নীতি কার্যকর করা, বিপুলমাত্রায় বাজারে প্রবেশ শিথিল করে পরিষেবা শিল্পকে বিশ্বমুখী করা, বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের অধিকার সংরক্ষণ করার কথাও বলা হয়।

পরীক্ষামূলক অবাধ বাণিজ্য অঞ্চল সংস্কার করা, আন্তর্জাতিক ধারণক্ষমতা সহযোগিতা জোরদার করা, বিশ্বমুখী বাণিজ্য, বিনিয়োগ ও তহবিল গড়ে তোলা, উত্পাদন এবং সেবা নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলা হয় কর্ম-প্রতিবেদনে।

প্রেমা/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040