সাংবিধানিক দায়িত্ব পালনে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও প্রশাসককে সমর্থন করে সিপিসি
  2017-10-18 13:48:42  cri
অক্টোবর ১৯: বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন হয়েছে আজ (বুধবার) সকালে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, 'এক দেশ দুই ব্যবস্থা' হলো হংকং ও ম্যাকাওয়ের দীর্ঘকালীন স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার শ্রেষ্ঠ ব্যবস্থা। আইন অনুযায়ী শাসন পরিচালনা, জনগণের জীবনমান উন্নয়ন, সুশৃঙ্খলভাবে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া,সমাজের স্থিতিশীলতা এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন সুরক্ষাসহ সাংবিধানিক দায়িত্ব পালন করতে বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও প্রশাসককে সমর্থন করে চীন। তা ছাড়া, মুল ভূভাগে হংকং ও ম্যকাওয়ের নাগরিকদের উন্নয়নে আরো সুবিধাজনক নীতিমালা প্রণয়ন করবে চীনের কেন্দ্রীয় সরকার।

দৃঢ়ভাবে 'হংকাবাসীদের হংকং শাসন' এবং 'ম্যাকাওবাসীদের ম্যাকাও শাসন' এই ধারণায় অবিচল থাকা এবং তাদের দেশ প্রেম জোরদার করা উচিত্ বলে প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040