প্রথম ইসরাইল সফরে রুশ প্রতিরক্ষামন্ত্রী
  2017-10-18 12:23:40  cri

অক্টোবর ১৮: রুশ প্রতিরক্ষামন্ত্রী সারগেই শোইগু গতকাল (মঙ্গলবার) তেল আবিবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু'র সঙ্গে বৈঠক করেছেন। ২০১২ সালে রুশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এটিই তার প্রথম ইসরাইল সফর।

বৈঠকে নেতানিয়াহু জোর দিয়ে বলেন, সিরিয়ায় সামরিক অবস্থান জোরদার করতে চায় ইরান। এর দৃঢ় বিরোধিতা করে ইসরাইল। তিনি আশঙ্কা করেন, যদি আন্তর্জাতিক সমাজের সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু চুক্তিতে কোনো পরিবর্তন না হয়, তাহলে আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হবে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040