নতুন যুগের উপযোগী চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা প্রকাশ করলেন সি চিন পিং
  2017-10-18 12:15:05  cri
অক্টোবর ১৮: আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে নতুন যুগের উপযোগী চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা তুলে ধরেন দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, এ চিন্তাধারা চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্নের সাথে সংগতিপূর্ণ। সকলের উচিত এ চিন্তাধারার আলোকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ব্রতী হওয়া। প্রেসিডেন্ট বলেন, এ চিন্তাধারার আলোকে চীনা কমিউনিস্ট পার্টি কার্যকর নিয়মের আওতায় পরিচালিত হবে এবং মানব-উন্নয়নের প্রচলিত নিয়মকেও আরও আধুনিক ও কার্যকর করা হবে। এ প্রক্রিয়ায় চলতি শতকের মাঝামাঝি নাগাদ চীন সমৃদ্ধ, গণতান্ত্রিক, সভ্য, সুন্দর, ও শক্তিশালী সমাজতান্ত্রিক দেশে পরিণত হবে। সি চিন পিং বলেন, ক্ষমতাসীন পার্টির উচিত জনগণকে কেন্দ্র করে উন্নয়নের চিন্তা করা এবং গোটা দেশের মানুষের সচ্ছলতার জন্য কাজ করা। চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের সামগ্রিক ও কৌশলগত বিন্যাসের ওপরও নতুন চিন্তাধারায় গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। (জিনিয়া ওয়াং/আলিম/সুবর্ণা)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040