গ্রামগুলোকে উন্নত করার কৌশল কার্যকর করবে চীন
  2017-10-18 12:17:12  cri
অক্টোবর ১৮: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে প্রথমবারের মতো গ্রামগুলোকে উন্নত করার কৌশল উত্থাপন করা হয়েছে। কৌশলগুলোর মধ্যে রয়েছে, শহর ও পল্লীর সমন্বিত উন্নয়ন, ব্যবস্থা ও নীতি গঠন করা, কৃষি ও গ্রামের দ্রুত আধুনিকায়ন, গ্রামের মৌলিক পরিচালনা ব্যবস্থা সুসংহত ও পূর্ণাঙ্গ করা, জমি লিজের মেয়াদ আরো ৩০ বছর বাড়ানো, গ্রামের যৌথ সম্পত্তির অধিকার ব্যবস্থার গভীর সংস্কার করা, কৃষি সম্পত্তির অধিকার সংরক্ষণ করা, সামষ্টিক অর্থনীতি সম্প্রসারণ করা, আধুনিক কৃষি-শিল্প ব্যবস্থা, উত্পাদন ব্যবস্থা ও ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কৃষি সমর্থন ও সংরক্ষণ ব্যবস্থা পূর্ণাঙ্গ করা, কৃষকদের কর্মসংস্থান ও শিল্প প্রতিষ্ঠানকে সমর্থন ও উত্সাহ দেওয়া, আয় বৃদ্ধির পদক্ষেপ নেওয়া এবং গ্রামীণ প্রশাসন ব্যবস্থা সুসংহত করা।

(প্রেমা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040