সিপিসি'র অর্জিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সাফল্য
  2017-10-18 09:56:18  cri
অক্টোবর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বলেছেন, বিগত পাঁচ বছরে বিশ্বের অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার প্রেক্ষাপটে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি নতুন উন্নয়নের ধারণা কাজে লাগানোয় চীনের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। জিডিপি'র মোট পরিমাণ ৮০ ট্রিলিয়ন ইউয়ান, যা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে ৩০ শতাংশ অবদান রেখেছে। আর্থিক কাঠামো সুবিন্যাসের পাশাপাশি ডিজিটাল অর্থনীতিসহ নবোদিত শিল্প বিকশিত হয়েছে। কৃষির আধুনিকায়ন স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ সফলভাবে এগিয়ে যাচ্ছে। থিয়ানকুং ধারাবাহিক মহাকাশযান, 'চিয়াও লুং'নম্বর মানুষবাহী সামুদ্রিক দাহ্য বরফ উত্তোলন অভিযান, বিশ্বের দীর্ঘতম রেডিও টেলিস্কোপ 'থিয়ান ইয়ান', 'উ খুং' শীর্ষক অনুসন্ধান উপগ্রহ, বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উত্ক্ষেপন এবং যাত্রীবাহী বৃহত্ বিমানসহ ধারাবাহিক প্রযুক্তিগত পণ্য তৈরি করেছে চীন। দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। চীনের বৈদেশিক বাণিজ্য, পুঁজি বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা শক্তিশালী করাসহ সবই বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040