সপ্তাহব্যাপী জাতীয় কংগ্রেসে সিপিসি'র ৮.৯ কোটিরও বেশি সদস্যের মধ্য থেকে নির্বাচিত ২ সহস্রাধিক প্রতিনিধি প্রেসিডেন্ট সি'র উপস্থাপিত প্রতিবেদন ও আগের মেয়াদের কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কর্ম-প্রতিবেদন পর্যালোচনা এবং 'চীনা কমিউনিস্ট পার্টি সনদ (সংশোধন)' যাচাই করবেন। প্রতিনিধিরা নতুন মেয়াদের জন্য পার্টির কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনও নির্বাচন করবেন।
উল্লেখ্য, চীনের ক্ষমতাসীন সিপিসি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। দলটির জাতীয় কংগ্রেস প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত হয়। (শুয়েই/আলিম/সুবর্ণা)