চীনা কমিউনিস্ট পার্টি–সিপিসি তার ঊনবিংশ জাতীয় কংগ্রেস অনুষ্ঠানের দ্বারপ্রান্তে। এই সম্মেলন হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশের শাসক দলের জন্য একটি যুগান্তকারী ঘটনা। সম্মেলনে সিপিসি নতুন নেতৃত্ব বেছে নিবে। নির্ধারণ করবে চীনের পরবর্তী পাঁচ বছরের জন্য জাতীয় উন্নয়নের পথ নকশা। গোটা বিশ্বের চোখ তাই এখন চীনের ওপর নিবদ্ধ।
এই মাহেন্দ্রক্ষণে বহির্বিশ্বের বিভিন্ন নেতা এবং গবেষক সিপিসির নেতৃত্বে গত পাঁচ বছরে চীনের অর্জন নিয়ে তাদের মতামত ও পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। সেসব থেকে নির্বাচিত কয়েকটি মন্তব্য পাঠকদের জন্য তুলে ধরা হল।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বলেন, "গত পাঁচ বছরে চীন বাকি বিশ্বের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছে, একই সাথে চীনা বৈশিষ্ট সম্পন্ন সমাজতান্ত্রিক ব্যবস্থায় দৃঢ়ভাবে অবিচল থেকেছে এবং বিশ্বে এই সংস্কৃতি সাফল্যের সঙ্গে তুলে ধরতে পেরেছে।
তিনি বলেন, "চীন বিশ্ব সংস্কৃতি এবং যোগাযোগ ব্যবস্থায় অন্যতম নির্ণায়ক শক্তি হতে যাচ্ছে যার জন্য চীনা জনগণের গর্ব বোধ করা উচিৎ"।
নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কিসিঞ্জার এসোসিয়েটস'র ভাইস চেয়ারম্যান রবার্ট হরম্যাটস বলেন, "চীনা প্রেসিডেন্ট ও সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং গত পাঁচ বছরে দেশ পরিচালনায় প্রশংসনীয় উন্নতি সাধন করেছেন"। তিনি বলেন, "নানা পর্যায়ে চীনা অর্থনীতি এখন সঠিক পথে অগ্রসর হচ্ছে। গত কয়েক বছর আগে চীনা মুদ্রা ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কার্যকরভাবে সমাধান করা হয়েছে।"
হাভানা বিশ্ববিদ্যালয়ের চীন গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মারিয়া তেরেসা মন্তেস ডি ওকা'র মন্তব্য "প্রযুক্তি খাতে চীন বড় রকম অগ্রগতি অর্জন করেছে। পশ্চিমা কিছু দেশের চীন নিয়ে নিরন্তর নেতিবাচক প্রচারণা স্বত্বেও চীন বিশ্বের বুকে স্বমহিমায় আবির্ভূত হয়েছে এবং প্রমাণ করতে পেরেছে যে চীনের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের ওপর আস্থা রাখা যায়"।
দিল্লীর জহরলাল বিশ্ববিদ্যালয়ের চীন এবং দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণা কেন্দ্রের অধ্যাপক বি আর দিপক'র চীনের অগ্রগতি নিয়ে পর্যবেক্ষণ এরকম "গত পাঁচ বছরে বিশ্ব মঞ্চে চীনের অবস্থান শুধু সুসংহত হয়েছে তা-ই নয় বরং তা আরও বিস্তৃত হয়েছে"।
সিউলের সুং কিয়ানওয়ান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক লি হি ওকে বলেন,"গত পাঁচ বছরে চীনের রাষ্ট্র পরিচালন ব্যবস্থায় আধুনিকায়ন অর্জিত হয়েছে। রাষ্ট্র বিজ্ঞানের ছাত্র হিসেবে আমাকে যা মুগ্ধ করেছে তা হল-প্রেসিডেন্ট সি চিন পিং চীনা পদ্ধতির রাষ্ট্র পরিচালন ব্যবস্থার একটি পথ নির্দেশিকা উপহার দিতে পেরেছেন"।
(এম মহসীন মিয়া)
(সিনহুয়ায় ১৭ অক্টোবর ২০১৭ সংখ্যায় প্রকাশিত নিবন্ধ অবলম্বনে)