অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আগামীকাল (বুধবার) সকাল ৯টায় বেইজিংয়ে শুরু হবে। ৭ দিনব্যাপী এ অধিবেশন ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
অধিবেশনে সিপিসি'র গঠনতন্ত্র সংশোধনসহ পাঁচটি প্রধান কার্যতালিকা আছে। আজ (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে মহা গণভবনে ঊনিবংশ জাতীয় কংগ্রেসের প্রথম প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুখপাত্র থুও চেন দেশি-বিদেশি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের যোগ্যতা যাচাই কমিটি পর্যালোচনা করার পর ২২৮০ জন প্রতিনিধির যোগ্যতা স্বীকৃতি দিয়েছে। তারা চীনের ৪৫ লাখ তৃণমূলের পার্টি সংগঠন ও ৮ কোটি ৯০ লাখ পার্টির সদস্যের প্রতিনিধি হিসেবে ঊনবিংশ জাতীয় কংগ্রেসে উপস্থিত থাকবেন। (ইয়ু/টুটুল)