সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সফলতা কামনা করলেন নেপালের রাষ্ট্রদূত
  2017-10-17 19:30:26  cri

অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আয়োজনের প্রাক্কালে চীনে নেপালের রাষ্ট্রদূত লিলা মনি প্যান্ডাল চীন আন্তর্জাতিক বেতারকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তিনি বলেন, 'ঊনবিংশ জাতীয় কংগ্রেস চীনের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য মাইলফলক তাত্পর্যপূর্ণ। এ কংগ্রেস চীনের অর্থনৈতিক সমৃদ্ধি ও সমাজের স্থিতিশীলতা বজায় রাখা, চীনের বৈদেশিক যোগাযোগ ও বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সফলতা কামনা করি।'

রাষ্ট্রদূত প্যান্ডাল বলেন, বিগত পাঁচ বছরে চীন-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্কে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। বিশ্বে চীনের ভূমিকা দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়েছে। গেল পাঁচ বছরে চীন ও নেপালের সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। এ পাঁচ বছরে দু'দেশের উপ-মন্ত্রী পর্যায়ের পারস্পরিক সফর ৪০ বারেরও বেশি। এটা দু'দেশের রাজনৈতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া ও পারস্পরিক আস্থা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০১৬-১৭ সালে নেপালের দুর্যোগের পর পুনর্বাসনকাজে চীন গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা দিয়েছে। তা ছাড়া, চীন সরকার নেপালের বিভিন্ন মহলকে বৃত্তি ও প্রশিক্ষণের সুযোগ দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনা পর্যটকের সংখ্যাও দ্রুত বেড়েছে। (ইয়ু/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040