অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রস্তুতিমূলক সভা আজ (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ে মহা গণভবনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিং।
পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসে প্রতিনিধি ও বিশেষ আমন্ত্রিত প্রতিনিধির সংখ্যা ২৩৫৪ জন। এদের মধ্যে আজ প্রস্তুতিমূলক সভায় মোট ২৩০৭ জন উপস্থিত ছিলেন।
সভায় হাত তুলে ভোটদানের মাধ্যমে ২২ জনের প্রতিনিধির যোগ্যতা যাচাই কমিটির নামের তালিকা গৃহীত হয়, ২৪৩ জনের কংগ্রেসের সভাপতিমণ্ডলীর নামের তালিকা গৃহীত হয়, লিউ ইয়ুন শান কংগ্রেসের মহাসচিব হবেন। সভায় কংগ্রেসের সচিবালয়ের কাঠামো ও কর্তব্যও গৃহীত হয়।
সভায় ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কার্যতালিকা গৃহীত হয়েছে। তা হলো অষ্টাদশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন শ্রবণ ও পর্যালোচনা করা, অষ্টাদশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী পর্যালোচনা করা, 'চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র সংশোধনী বিল' অনুমোদন করা, অষ্টাদশ কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা, ঊনবিংশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশন নির্বাচন করা। (ইয়ু/টুটুল)