আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতারকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে বলেন, ঊনবিংশ জাতীয় কংগ্রেস চীনের পাশাপাশি বিশ্বের জন্য তাত্পর্যপূর্ণ।
তিনি বলেন, পুরো চীন এবারের এ মহাসম্মীলনীর জন্য প্রস্তুত। সিপিসি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণে সাফল্য অর্জন করেছে। এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তারা সর্বোচ্চ মাত্রায় মতামত ও পরামর্শ গ্রহণ করেছেন এবং জাতীয় কংগ্রেসের মাধ্যমে মতৈক্যে পৌঁছাতে পেরেছেন।
কারুনাসেনা বলেন,আগামীকালের ঊনিবংশ জাতীয় কংগ্রেসে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি চীনের পরবর্তী ৫ বছরের পরিকল্পনা ও কার্যক্রম প্রণয়ন করবেন। এ কংগ্রেসে নেওয়া সব সিদ্ধান্ত বিভিন্ন ক্ষেত্রে চীনা জনগণের জীবন-যাত্রার ওপর প্রভাব ফেলবে।
বর্তমানে চীন বিশ্ব উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। তাই সে সিদ্ধান্তগুলো রাজনীতি ও অর্থনীতিসহ নানা ক্ষেত্রে বিশ্বের ওপর প্রভাব ফেলবে বলে তিনি বিশ্বাস করেন। (রুবি/টুটুল/ইয়ু)