সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনে আর্থ-বাণিজ্য, কূটনীতি ও জনজীবিকাসহ নানা ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধিত হয়েছে। এ প্রসঙ্গে পানওয়ার বলেন, চীনের উন্নয়নের গতি দেখে ভারত অবাক। সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে এ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, চীন দুর্নীতি দমন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মঞ্চে বড় দেশ হিসেবে নিজেকে তুলে ধরাসহ বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, তা সি চিন পিং'র নেতৃত্বে অর্জিত হয়েছে বলে ধারণা করেন পানওয়ার। (রুবি/টুটুল/ইয়ু)