ডাব্লিউএফপি'র মাধ্যমে আফগানিস্তানকে জরুরি খাদ্যসাহায্য দেবে চীন
  2017-10-17 15:51:15  cri
অক্টোবর ১৭: আফগানিস্তানকে ১০ লাখ মার্কিন ডলারের জরুরি খাদ্যসাহায্য দেবে চীন। এ সাহায্য বিশ্ব খাদ্য কার্যক্রম (ডব্লিউএফপি)-এর মাধ্যমে আফগান জনগণের কাছে পৌঁছাবে। গতকাল (সোমবার) আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূত ইয়াও চিং এ কথা জানান।

এদিন আফগানিস্তানে ডব্লিউএফপি'র কার্যালয়ে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, এটি হবে আফগানিস্তানে চীন ও ডব্লিউএফপি'র প্রথম যৌথ কাজ।

রাষ্ট্রদূত আরও বলেন, শীত আসন্ন। আফগানিস্তানে গৃহহারা ও শরণার্থীদের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে। তাদের জীবন দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় চীন আফগান জনগণকে সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় আফগানিস্তানে ডব্লিউএফপি'র উপ-প্রধান পল হাউয়ে চীন সরকারকে ধন্যবাদ জানান। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040