ইরাকের কির্‌কুকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
  2017-10-17 15:45:45  cri
অক্টোবর ১৭: ইরাকের কির্‌কুক প্রদেশ ও এর আশেপাশের অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস।

গতকাল (সোমবার) মুখপাত্রের মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এতদঞ্চলের পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে ইরাকি সরকার ও স্থানীয় কুর্দি সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে মহাসচিব বলেন, সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। তিনি পরিস্থিতি উন্নয়নে ইরাকের সংশ্লিষ্ট সকল পক্ষকে যৌথভাবে কাজ করার আহ্বানও জানান।

উল্লেখ্য, সংঘর্ষে গত রোববার সন্ধ্যা থেকে এতদঞ্চলে কয়েক হাজার লোক গৃহহারা হয়। এ সময় কির্‌কুকে দু'জন বেসামরিক লোক নিহতও হয়েছেন। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040