সভায় বলা হয়, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশন ঊনবিংশ জাতীয় কংগ্রেসের জন্য একটি গুরুত্বপূর্ণ সভা।এ অধিবেশনে অষ্টাদশ জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের পর কেন্দ্রীয় পলিট ব্যুরোর কার্যক্রম সারসংকলনের পাশাপাশি অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর গত ৫ বছরের কার্যক্রমও সংকলন করা হয়েছে।
এছাড়া অধিবেশনে বিরাজমান পরিস্থিতি ও কর্তব্য নিয়ে বিশ্লেষণ করা হয়, নতুন পরিস্থিতিতে বিপ্লব চালানো, বড় প্রকল্প নির্মাণ, মহাকার্যক্রম বেগবান এবং চমত্কার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে, যা ঊনবিংশ জাতীয় কংগ্রেসের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। সবাইকে পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা বোঝা এবং সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির নীতিমালা ও সিদ্ধান্তকে নিজ নিজ চিন্তাধারা ও কর্মকাণ্ডে যুক্ত করা এবং রাজনৈতিক দায়িত্ব ও ঐতিহাসিক মিশন বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে। (রুবি/টুটুল/ইয়ু)