সভায় বলা হয়, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশন উনবিংশ জাতীয় কংগ্রেসকে সম্পূর্ণ প্রস্তুত করে তোলে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং ওই অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। রাষ্ট্রীয় পরিষদের বিভিন্ন বিভাগের উচিত অধিবেশনটির চেতনা ও সি চিন পিং'র ভাষণ কার্যকর করে চিন্তাধারা ঐক্যবদ্ধ ও রাজনৈতিক সচেতনতা উন্নয়ন করা।
সবাইকে সচেতন হতে হবে যে, সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে অষ্টাদশ জাতীয় কংগ্রেসের ষষ্ঠ অধিবেশনের পর নানা কার্যক্রমে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে গত ৫ বছরে সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতন্ত্রের আধুনিকায়ন নির্মাণে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে, ঐতিহাসিক বিপ্লব অর্জিত হয়েছে পার্টি ও দেশের কর্তব্যে। (রুবি/টুটুল/ইয়ু)