সিপিসি'র ১৯তম কংগ্রেস আগামীকাল শুরু, চীনের বেতার, টেলিভিশন ও গুরুত্বপূর্ণ গণমাধ্যমে সরাসরি প্রচারিত হবে এ অনুষ্ঠান
অক্টোবর ১৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম জাতীয় কংগ্রেস আগামীকাল (বুধবার) সকাল নয়টায় বেইজিংয়ে মহা গণভবনে শুরু হবে। চীন জাতীয় বেতারের ভয়েস অফ চায়না, ভয়েস অফ ইকোনোমিকস, ভয়েস অব চাইনিজ নেশন, ভয়েস অফ হুয়াসিয়া, চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র, চীন আন্তর্জাতিক চ্যানেল, নিউজ চ্যানেল, চীন আন্তর্জাতিক টেলিভিশনের নানা ভাষার চ্যানেল এবং চীন আন্তর্জাতিক বেতারের চাইনিজ, ইংরেজি ও রুশ ভাষায় এ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে।
পাশাপাশি পিপলস ডেইলি নেট, সিনহুয়া নেট, চায়না নেটওয়ার্ক টেলিভিশন, চায়না ডটকম ডট সিএন, পিপলস ডেইলি ক্লায়েন্ট, বার্তা সংস্থা সিনহুয়া'র ক্লায়েন্ট ও কেন্দ্রীয় টেলিভিশনের তথ্য ক্লায়েন্টে এ অনুষ্ঠান সরাসরি প্রচার হবে।
চীনের বিভিন্ন প্রাদেশিক টেলিভিশন, বেতার একই সঙ্গে চীনের কেন্দ্রীয় টেলিভিশন ও জাতীয় বেতারের সরাসরি প্রচারিত অনুষ্ঠান প্রচার করবে। (রুবি/টুটুল/ইয়ু)