ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক
  2017-10-17 15:32:28  cri

অক্টোবর ১৭: তুর্কি সরকার গতকাল (সোমবার) জানায়, এদিন থেকে ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের আকাশে প্রবেশ বা সেখান থেকে তুরস্কের আকাশে প্রবেশ নিষিদ্ধ করেছে আঙ্কারা।

তুর্কি উপ-প্রধানমন্ত্রী বেবি বোজদা এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে এ সিদ্ধান্ত নিয়েছে তুর্কি সরকার।

তিনি আরো বলেন, ইরাকের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। যাতে কুর্দি প্রশাসন হাবল সীমান্ত বন্দর সরকারকে হস্তান্তর করে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040