১৯তম জাতীয় কংগ্রেসে অংশগ্রহণকারী ৩৮ প্রতিনিধিদল নিবন্ধন সম্পন্ন করেছেন
  2017-10-17 15:33:33  cri
অক্টোবর ১৭: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসে অংশগ্রহণকারী প্রতিনিধি দলসমূহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেইজিংয়ে মিলিত হয়েছেন। গতকাল (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগরের প্রতিনিধিদল, কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধিদল,কেন্দ্রীয় জাতীয় সংস্থার প্রতিনিধিদল, কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠান ব্যবস্থার প্রতিনিধিদল,কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থার প্রতিনিধিদল, গণমুক্তি ফৌজের প্রতিনিধিদল, সশস্ত্র পুলিশ বাহিনীর প্রতিনিধিদল এবং তাইওয়ানের সিপিসি প্রতিনিধিদলসহ ৩৮টি প্রতিনিধিদলের সকলে নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রতিনিধিরা মনে করেন, সার্বিকভাবে সচ্ছল সমাজ নির্মাণের চাবিকাঠি পর্যায়ে ও চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়পর্বে অনুষ্ঠিত ১৯তম জাতীয় কংগ্রেস ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040