মানবাধিকার কাউন্সিলের ১৫ সদস্য নির্বাচন করেছে জাতিসংঘ
  2017-10-17 15:29:55  cri
অক্টোবর ১৭: গতকাল (সোমবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ১৫ নতুন সদস্য নির্বাচিত হয়েছে। তাদের মেয়াদ ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।

নতুন সদস্যরা হলো আফ্রিকার অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, নাইজেরিয়া এবং সেনেগাল; এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আফগানিস্তান, নেপাল, পাকিস্তান এবং কাতার; পূর্ব ইউরোপের স্লোভাকিয়া ও ইউক্রেন; লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের চিলি, মেক্সিকো ও পেরু; পশ্চিম উরোপ ও অন্য অঞ্চলের স্পেন ও অস্ট্রেলিয়া। পুনঃনির্বাচিত দু'টি দেশ নাইজেরিয়া ও কাতার।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। মানবাধিকার কাউন্সিলে ৪৭টি আসন রয়েছে। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৩টি, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ৮টি, পূর্ব ইউরোপের ৬টি, পশ্চিম ইউরোপ ও অন্য অঞ্চলের ৭টি দেশ। সদস্য রাষ্ট্রের মেয়াদ ৩ বছর। প্রত্যেকের এক বার পুনঃনির্বাচিত হওয়ার সুযোগ আছে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040