গত পাঁচ বছরে চীনের অনলাইন অর্থনীতির উন্নয়ন
  2017-10-17 10:35:38  cri

গত পাঁচ বছরে চীনের অনলাইন অর্থনীতিতে বিরাট অগ্রগতি অর্জিত হয়েছে। এই অগ্রগতি মোবাইল পেইমেন্ট ও শেয়ারিং অর্থনীতি খাতে প্রতিফলিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, এ সময়কালে প্রতিবছর ৪ ট্রিলিয়ন ইউয়ান করে পেমেন্ট হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। তা ছাড়া, এই সময়কালেই শেয়ারিং বাইসাইকেলের ধারণা বাস্তবায়িত হয়েছে। এ খাতে এখন পর্যন্ত মোট এক কোটি বাইসাইকেল রাস্তায় ছাড়া হয়েছে। ১০ কোটিরও বেশি লোক এসব শেয়ারিং সাইকেল ব্যবহার করছেন।

এদিকে, চীনের অনলাইন বাণিজ্যের পরিমাণ ২০১২ সালের ৮.১ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ২০১৬ সালে ২৬.১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। আর অনলাইন খুচরা ব্রিক্রির পরিমাণ আগের ১.৩ ট্রিলিয়ন ইউয়ান থেকে বেড়ে গত বছর ৫.২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। বিশ্বে এখন চীনেই অনলাইনে সবচেয়ে বেশি খুচরা পণ্য বিক্রি হয়।

ছবিতে দেখুন গত পাঁচ বছরে চীনের অনলাইন অর্থনীতি উন্নয়নের খণ্ডচিত্র:

১. ২০১৬ সালের ২৭ অক্টোবর। চীনের এক্সপ্রেস ডেলিভারি কোম্পানি 'জেটিও এক্সপ্রেস' নিইউয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।

1  2  3  4  5  6  7  8  9  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040