বেআইনীভাবে অবস্থানরত ও অপরাধী তত্পরতায় জড়িত সব বিদেশিকে বহিষ্কার করবে ফ্রান্স
  2017-10-16 20:22:17  cri

অক্টোবর ১৬: ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকখোঁ বলেছেন, সন্ত্রাস দমনের মাত্রা বাড়ানোর জন্য ফ্রান্স সে দেশে বেআইনীভাবে অবস্থানরত ও অপরাধী তত্পরতায় জড়িত সব বিদেশিকে বহিষ্কার করবে। গতকাল (রোববার) রাতে প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।

ম্যাকখোঁ বলেন, ফ্রান্স সরকার জনসাধারণকে রক্ষা করার চেষ্টা করে, তবে জনগণকে সবসময় সন্ত্রাসবাদের ওপর সতর্কতা রাখা দরকার। যে কোনো সময় যে কোনো জায়গায় 'শূন্য ঝুঁকি নয়'।

তিনি আরো বলেন, যদিও তিনি জলবায়ু পরিবর্তন, ইরানের পরমাণু চুক্তিসহ নানা ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত সমর্থন করেন না। তবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র হচ্ছে মিত্র, ফলে তারা যৌথভাবে সন্ত্রাস দমন করবে।

এ বছরের মে মাসে ম্যাকখোঁ আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট হন। এ পদে নিযুক্ত হবার পর গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারের সংখ্যা তাঁর আগের ফরাসি প্রেসিডেন্টের চেয়ে অনেক কম। এ প্রসঙ্গে তিনি বলেন, ফলাও করে বলার প্রেসিডেন্ট হতে চান না তিনি। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040