সোমালিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ
  2017-10-16 20:19:29  cri

অক্টোবর ১৬: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস গতকাল (রোববার) পৃথক পৃথকভাবে বিবৃতি প্রকাশ করে শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিরাপত্তা পরিষদ বিবৃতিতে নিহতদের আত্মীয়স্বজন ও সোমালিয়া সরকার ও জনগণকে গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতরা যথাশিগগির সুস্থ হয়ে উঠবে বলে আশা করে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, এ সন্ত্রাসী হামলার কার্যনির্বাহক, সংগঠক, আর্থিক সহায়তাকারীকে আইনানুগ শাস্তি দিতে হবে। বিবৃতিতে সকল দেশকে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের লিপিবদ্ধ কর্তব্য অনুসরণ করার তাগিদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সোমালিয়া সরকারকে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সক্রিয় সহযোগিতা করা দরকার বলেও উল্লেখ করা হয়েছে।

একই দিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরিস তাঁর মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। তিনি সোমালীয় জনগণকে সংহতি হয়ে সন্ত্রাসবাদ ও চরমপন্থী সহিংস তত্পরতায় আঘাত হানা, যৌথভাবে এক সহনশীল ও কার্যকর ফেডারেল সরকার গঠনের প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর শহরাঞ্চলে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২৩০ জন নিহত ও প্রায় ৩০০ জন আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে। (ইয়ু/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040