চীনের অভিজ্ঞতা ভাগাভাগি করলেন প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাংলাদেশি তরুণ কূটনীতিকরা
  2017-10-16 16:48:56  cri
অক্টোবর ১৬: বাংলাদেশে চীনা দূতাবাসের আয়োজনে চীনে তরুণ কূটনীতিকদের প্রশিক্ষণে অংশগ্রহণকারী বাংলাদেশি তরুণ কূটনীতিকদের আদান-প্রদান সংক্রান্ত এক ফোরাম সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়। ফোরামে বাংলাদেশি কূটনীতিকরা চীনে তাঁদের প্রশিক্ষণের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি চীন সম্পর্কে তাঁদের নতুন ধারণা তুলে ধরেন।

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং ফোরামে ভাষণে বলেন, চীনে তরুণ কূটনীতিকদের এ প্রশিক্ষণ ৫ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি তরুণ কূটনীতিকরা চীন সম্পর্কে জানতে পারেন। তাঁরা চীন-বাংলাদেশ আদান-প্রদানের দূতে পরিণত হওয়ার পাশাপাশি চীনের উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে উভয়ের কল্যাণ অর্জন করবে বলে আশা করেন মা মিং ছিয়াং।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, তরুণ কূটনীতিকদের প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য বেইজিংয়ের প্রতি ঢাকা কৃতজ্ঞতা প্রকাশ করে। এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণ কূটনীতিকরা গভীরভাবে চীনের কূটনৈতিক নীতিমালা ও উন্নয়নের অভিজ্ঞতা জানতে পারেন। তাঁরা বাংলাদেশ-চীন মৈত্রী জোরদারে আরও অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040