সিপিসি'র ১৯তম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং সরাসরি প্রচার করবে সিআরআই
  2017-10-16 16:46:19  cri
অক্টোবর ১৬: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান ২০১৭ সালের ১৮ অক্টোবর সকাল ৯টায় বেইজিংয়ে মহা গণভবনে শুরু হবে। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) চীনা, ইংরেজি ও রাশিয়া ভাষায় এ অনুষ্ঠান সরাসরি প্রচার করবে। এ অনুষ্ঠান সিআরআইয়ের চাইনিজ রেডিও, ইংলিশ ওয়ার্ল্ডওয়াইড ও রুশ ভাষ বিভাগের প্ল্যাটফর্ম ও চায়না রেডিওসহ নানা পদ্ধতিতে প্রচারিত হবে।

চীনা, ইংরেজি, বাংলা, নেপালি, হিন্দি, উর্দু, তামিল ও সিংহলিসহ ৪০টিরও বেশি ভাষার প্রচার বিভাগ চায়নানিউজ, চায়নাটিভিসহ বহুভাষী ক্লায়েন্ট ও ফেসবুকসহ দেশি-বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠান সরাসরি প্রচার করবে।

এছাড়া, আগামী ১৭ অক্টোবর সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসের প্রেস ব্রিফিং আয়োজিত হবে। সিআরআই চীনা ও ইংরেজি ভাষায় এ ব্রিফিং সরাসরি প্রচার করবে। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040