এখন সিরিয়ার পুনর্গঠনের ওপর গুরুত্ব দেওয়া উচিত: আইপিইউ অধিবেশনে পুতিন
  2017-10-16 11:20:04  cri
অক্টোবর ১৬: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এখন আন্তর্জাতিক সমাজের উচিত যুদ্ধোত্তর সিরিয়ার পুনর্গঠনের ওপর যথাযথ গুরুত্ব দেওয়া। তিনি গত শনিবার সেন্ট পিটার্সবুর্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-র ১৩৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান এ মন্তব্য করেন। অধিবেশন চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

পুতিন বলেন, সন্ত্রাসবাদ দমনে দ্বৈতনীতি গ্রহণ করা উচিত নয়। রাজনৈতিক স্বার্থেও একে ব্যবহার করা অনৈতিক কাজ। সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূল করা।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নিজস্ব উন্নয়নপথে চলার অধিকার প্রতিটি দেশের রয়েছে। প্রতিটি জাতির বৈশিষ্ট্যও ভিন্ন। তাই, কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে অযাচিতভাবে হস্তক্ষেপের ফল নেতিবাচক হতে বাধ্য। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040