প্রতিনিধিদের কয়েকজন সাংবাদিকদের বলেন, বিগত পাঁচ বছরে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের জনগণ সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতন্ত্রের আধুনিকায়নে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করেছে। চীনের উন্নয়ন প্রক্রিয়া এক নতুন ঐতিহাসিক সূচনালগ্নে এসে দাঁড়িয়েছে।
প্রতিনিধিরা জানান, কংগ্রেসে অংশগ্রহণের সুবিধার্থে তাঁরা স্থানীয় পর্যায়ের সিপিসিসদস্য ও জনতার অভিমত শুনেছেন। কংগ্রেসে জনতার আশা-আকাঙ্খার কথা তাঁরা তুলে ধরবেন।
প্রতিনিধিরা মনে করেন, চীন সার্বিকভাবে উন্নত সমাজ গড়ে তোলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং চীনা জাতির মহান পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সময়কাল অতিক্রম করছে। সিপিসি'র ঊনবিংশ কংগ্রেস তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম)