অন্য পার্টির সঙ্গে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির আলোচনাসভা, ১৯তম কংগ্রেসের কার্যবিবরণী সম্পর্কে মতামত গ্রহণ করলেন সি চিন পিং
  2017-10-15 19:54:18  cri
অক্টোবর ১৫: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটি সম্প্রতি বেইজিংয়ে অন্য রাজনৈতিকদল ও মহলের প্রতিনিধিদের নিয়ে আলোচনাসভার আয়োজন করে। সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং আলোচনাসভায় প্রতিনিধিদের সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণী সম্পর্কে মতামত ও প্রস্তাব গ্রহণ করেন।

আলোচনাসভায় সি চিন পিং ভাষণে বলেন, নতুন লক্ষ্য ও নতুন যাত্রার সম্মুখীন হয়ে সিপিসি ও অন্য রাজনৈতিক দলগুলোর উচিত সহযোগিতা ও কার্যক্রম জোরদার করা এবং সর্বোচ্চ দেশপ্রেম ও ঐক্যবদ্ধ ফ্রন্ট সুসংবদ্ধ করার পাশাপাশি সর্বোচ্চভাবে বিভিন্ন মহলের মেধা ও শক্তি কাজে লাগিয়ে চীনা সমাজ ও জাতির উদ্যম, উদ্যোগ ও নবত্যাপ্রবর্তনের দক্ষতা উত্সাহিত করা, যাতে চীনা জাতির পুনরুত্থানে চীনা স্বপ্ন বাস্তবায়ন করা যায়।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ইয়ু জেং শেং, লিউ ইয়ুন শান ও ওয়াং ছি শান এতে উপস্থিত ছিলেন।

আলোচনাসভায় সি চিন পিং সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসের খসড়া কার্যবিবরণী সম্পর্কে পরিচয় করিয়ে দেন। অন্য রাজনৈতিকদল ও মহলের লোকজন ইচ্ছেমতো এ খসড়া সম্পর্কে নিজের মতামত এবং পরামর্শ প্রকাশ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

চীনের কুও মিন তাং পার্টির বিপ্লবী কমিশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওয়ান এ্যসিয়াং, চায়না ডেমোক্রেটিক লিগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চাং পাও ওয়েন, চায়না ন্যাশনাল কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চেন ছাং চি, চায়না অ্যাসোসিয়েশন ফর প্রমোটিং ডেমোক্রেসি'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইয়ান চুন ছিসহ বেশ কয়েকজন প্রতিনিধি পরপর ভাষণ দেন। তাঁরা মনে করেন, সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের পর সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি বৈজ্ঞানিকভাবে বিশ্ব ও চীনের বিরাজমান পরিস্থিতি আয়ত্ত করে ব্যাপক রাজনৈতিক উত্সাহ ও প্রবল দায়িত্বের মধ্য দিয়ে কার্যক্রম সম্প্রসারণ করেছে। সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেসের কার্যবিবরণীতে ইতিহাস ও দশকের পর্যায়ে ১৮তম জাতীয় কংগ্রেসের পর সিপিসি ও চীন দেশের ঐতিহাসিক বিপ্লব সম্পর্কে আখ্যায়িত করা হয়েছে, নতুন ঐতিহাসিক পরিবেশে চীনের বৈচিত্র্যময় সমাজতন্ত্র উন্নয়নে ধারাবাহিক তাত্ত্বিক ও অনুশীলনযোগ্য সমস্যা বের করা হয়েছে এবং ধারাবাহিক চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও ব্যবস্থা উত্থাপন করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিনিধিরা কাঠামোগত কর কমানো, অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ সুষ্ঠু করা, গ্রামীণ ব্যবস্থা সংস্কার গভীরতর করাসহ নানা বিষয়ে নিজ নিজ মতামত ও পরামর্শ দিয়েছেন।

সকল প্রতিনিধিদের মতামত শ্রবণের পর সি চিন পিং ভাষণে বলেন, নানা রাজনৈতিকদল সিপিসি'র ঘনিষ্ঠ বন্ধুত্বের দল। সিপিসি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতিমালা ও সিদ্ধান্ত নেওয়ায় নানা রাজনৈতিক ও অরাজনৈতিক লোকজনের মতামত গ্রহণ করা চীনের দীর্ঘকালের অভ্যাস ও নীতি। এটা চীনের গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রতিফলন।

সি চিন পিং আরও বলেন, সকল প্রতিনিধি যে প্রস্তাব ও মতামত উত্থাপন করেছেন, তা কার্যবিবরণীর জন্য খুব সহায়ক। সিপিসি'র কেন্দ্রীয় কমিটি সবার মতামত অনুযায়ী কার্যবিবরণীর খসড়া সংশোধন করবে। (রুবি/টুটুল/আনন্দী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040