প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১ অভিযোগের অনুসন্ধান হবে: আইনমন্ত্রী
  2017-10-15 19:11:41  cri
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অর্থপাচার, দুর্নীতি ও নৈতিকস্খলনসহ প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে উত্থাপিত ১১টি অভিযোগের বিষয়ে অনুসন্ধান হবে। দুদক এ অনুসন্ধান করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

রোববার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অভিযোগ থাকা সত্ত্বেও কেন প্রধান বিচারপতিকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হল- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ। সকল আইনি প্রক্রিয়া মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাই এক্ষেত্রে তড়িঘড়ি করা যাবে না। আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের বিবৃতির পর এ বিষয়ে বিতর্কের আর অবকাশ নেই। শনিবার সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়, দুর্নীতির অভিযোগ ওঠার পর অন্য বিচারপতিরা তার সঙ্গে বেঞ্চে বসতে আপত্তি জানালে ছুটি নিয়ে বিদেশ যান প্রধান বিচারপতি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040