লাহোরে চীন আন্তর্জাতিক বেতারের 'এফএম ৯৮ চীন-পাকিস্তান দোস্তি বেতার' চালু
  2017-10-15 18:40:16  cri

অক্টোবর ১৫: চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র' 'এফএম ৯৮ চীন-পাকিস্তান দোস্তি বেতার' গতকাল (শনিবার) পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে চালু হয়।

এ দিন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে লাহোরে চীনের কনসাল জেনারেল লুং থিং বিন বলেন, লাহোর পাঞ্জাব প্রদেশের রাজধানী। প্রদেশটির জনসংখ্যা প্রায় ১০ কোটি, যা পাকিস্তানের মোট জনসংখ্যার ৫০ শতাংশ। এ প্রদেশের অর্থনৈতিক পরিমাণ দেশটির জিডিপি'র অর্ধেকে দাঁড়ায়। লাহোরে চীন-পাকিস্তান মৈত্রী বেতার চালু করা খুব তাত্পর্যপূর্ণ।

লাহোরে চীনের কনসাল জেনারেল লুং থিং বিন

তিনি বলেন, 'দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কের ভিত্তি হচ্ছে রাষ্ট্র দু'টির জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ অনুভূতি। লাহোরে চীনের কনসুলেট অফিস লাহোরে চীন-পাকিস্তান মৈত্রী বেতার মজবুত হতে সমর্থন দিয়ে যাবে। যাতে পাঞ্জাব প্রদেশের লোকজন চীনের শব্দ, চীনের গল্প জানতে পারে এবং চীনের সঙ্গে প্রদেশটির লোকজন সাংস্কৃতিক আদান-প্রদান ও দু'দেশের জনগণের প্রজন্ম ধরে মৈত্রী বজায় রাখতে পারে।

পাকিস্তানের জাতীয় বেতারের মহাপরিচালক শেরাজ লতিফ এ দিন লাহোরে এফএম চালুতে অভিনন্দন জানান। তিনি বলেন, পাকিস্তানের জাতীয় বেতার চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে বহু বছর ধরে সহযোগিতা চালিয়ে আসছে। 'এফএম ৯৮ দোস্তি বেতার' দু'পক্ষের সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করেছে। সেটি দু'দেশের ঐতিহাসিক মৈত্রী উন্নতিতে আরও বড় ভূমিকা পালন করবে।

জানা গেছে, চীন আন্তর্জাতিক বেতার এফএম, মিডিয়াম ওয়েভ, শর্টওয়েভসহ নানা পদ্ধতিতে পাকিস্তানে অনুষ্ঠান প্রচার করে। (রুবি/টুটুল/আনন্দী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040