সিপিসির ১৮তম জাতীয় কংগ্রেসের সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশনের ইশতাহার প্রকাশ
  2017-10-14 19:40:43  cri
অক্টোবর ১৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সপ্তম পূর্ণাঙ্গ অধিবেশন ১১ থেকে ১৪ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সিনহুয়া বার্তা সংস্থা অনুমোদিত হয়ে এ পূর্ণাঙ্গ অধিবেশনের ইশতাহার প্রকাশ করেছে।

কেন্দ্রীয় কমিটির ১৯১ জন ও অন্য ১৪১ জন বিকল্প সদস্য এ বারের পূর্ণাঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় পলিট ব্যুরো অধিবেশন পরিচালনা করে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

পূর্ণাঙ্গ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়, সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেস ১৮ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।

অধিবেশনে কেন্দ্রীয় পলিট ব্যুরোর অনুরোধে সি চিন পিংয়ের পেশ করা কার্যবিবরণী শ্রবণ এবং তা নিয়ে আলোচনা করা হয়।

পূর্ণাঙ্গ অধিবেশনে যথাযথভাবে পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনের পর কেন্দ্রীয় পলিট ব্যুরোর কাজের স্বীকৃতি দেওয়া হয়। গেল পাঁচ বছরে পার্টির কাজের সারসংকলন করা হয়। সর্বসম্মতিক্রমে মনে করা হয়, এ পাঁচ বছর পার্টি ও দেশের উন্নয়ন প্রক্রিয়ার অতি অসাধারণ পাঁচ বছর। এ সময়ে সংস্কার ও উন্মুক্তকরণ এবং সমাজতান্ত্রিক আধুনিকায়ন নির্মাণকাজের ঐতিহাসিক কৃতিত্ব অর্জিত হয়েছে।

পূর্ণাঙ্গ অধিবেশনে জোরালোভাবে উল্লেখ করা হয়েছে, আমাদের পার্টি ৮ কোটি ৯০ লাখের বেশি সদস্যের এক বড় পার্টি, ১৩০ কোটি জনগণকে নেতৃত্ব করে সংস্কার ও উন্মুক্তকরণ আর সমাজতান্ত্রিক আধুনিকায়ন নির্মাণকাজ করার ক্ষমতাসীন পার্টি। গোটা পার্টির উচিত দৃঢ়তার সাথে রাজনৈতিক সচেতনতা স্থাপন করা।

অধিবেশনে সার্বিকভাবে বর্তমান পরিস্থিতি ও কর্তব্য বিশ্লেষণ করা হয়েছে এবং নতুন পরিস্থিতিতে অনেক নতুন ঐতিহাসিক বৈশিষ্ট্যপূর্ণ সংগ্রাম আর জাতি পুনরুত্থানের মহান স্বপ্ন বাস্তবায়ন সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। পার্টির ১৯তম জাতীয় কংগ্রেস আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040