রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি কফি আনানের আহ্বান
  2017-10-14 19:25:01  cri
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান রোহিঙ্গাদের নিজ নিজ গ্রামে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার নিরাপত্তা পরিষদের রূদ্ধদ্বার বৈঠকে তিনি এ আহ্বান জানান। রাখাইন বিষয়ক এডভাইজরি কমিশনের প্রধান আনান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদকে ব্রিফ করেন। তিনি বলেন, সহিংসতা বন্ধ করে রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে। বৈঠকে নিরাপত্তা পরিষদ তিনটি বিষয়ে একমত হয়েছে। বিষয়গুলো হলো রাখাইনে সহিংসতার অবসান, মানবিক ত্রাণের জন্য নিঃশর্ত প্রবেশাধিকার, এবং রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরিয়ে নেওয়া।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040