সিপিসি'র নেতৃত্বের প্রশংসা, আসন্ন ১৯তম জাতীয় কংগ্রেসের ওপর নজর বেশ কয়েকটি দেশের গণমাধ্যমের
  2017-10-14 19:24:12  cri
অক্টোবর ১৪: আসন্ন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৯তম জাতীয় কংগ্রেস বিশ্বের দৃষ্টি কেড়েছে। সম্প্রতি সিঙ্গাপুর, জার্মানি ও ভারতসহ নানা দেশের গণমাধ্যম সম্পাদকীয়তে গত ৫ বছরে সিপিসি'র নেতৃত্বে চীনের অর্জিত সাফল্যের ইতিবাচক মূল্যায়ন করেছে। আসন্ন সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেস চীন ও বিশ্বের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করছে এ সব গণমাধ্যম।

সিঙ্গাপুরের 'লিয়ানহো যাও বাও' পত্রিকার বেশ কয়েকটি নিবন্ধে গত ৫ বছরে দুর্নীতি দমনে চীনের সাফল্যের ওপর নজর দেওয়া হয়। নিবন্ধে সিপিসি'র ১৮তম জাতীয় কংগ্রেসের পর পার্টির নেতৃত্বের সাফল্য সংকলন করে জানানো হয়, উচ্চপদস্থদের পাশাপাশি নিম্নপদস্থদের দুর্নীতি দমন বৈশ্বিক জগতে দৃঢ় প্রভাব ফেলেছে, যা ইতিহাসে অপূর্ব। দুর্নীতি দমন বিষয়ক বিভাগ নিজে আত্মপরীক্ষা চালিয়েছে। বিদেশে পালিয়ে যাওয়া অপরাধীদের ফেরত আনার অভিযানে বেশ কয়েকজনকে ফিরিয়ে এনেছে। এসব সাফল্য জনগণের মন জয় করেছে।

জার্মানির 'ডাই ওয়েল্ট' পত্রিকার ওয়েবসাইটে সম্প্রতি এক নিবন্ধে বলা হয়, বর্তমানে চীনের অর্থনীতি সমৃদ্ধ, লোকজনের আয়ও বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাসীন পার্টি নিয়ে জনসাধারণ সন্তুষ্ট। চীনের শীর্ষ নেতারা দেশটিকে বিশ্বের প্রভাবশালী দেশে পরিণত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আসন্ন সিপিসি'র ১৯তম কংগ্রেসে সিপিসি চীনের ভবিষ্যতের দিক-নির্দেশনা প্রদর্শন করবে।

এ ছাড়া ভারতের 'দ্য হিন্দু' পত্রিকার এক নিবন্ধে বলা হয়, গত ৫ বছরে চীন গুরুত্বপূর্ণ সংস্কার, দুর্নীতি দমন, প্রতিরক্ষা ও বাহিনী সংস্কারসহ নানা ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। (রুবি/টুটুল/আনন্দী)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040