জার্মানির হামবুর্গে প্রবাসী চীনা ব্যবসায়ী সমিতির ভাইস চেয়ারম্যান, ইউরোপ-চীন 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগবিষয়ক প্রচার কমিটির চেয়ারম্যান ওয়াং ওয়েন বলেন, গত ৫ বছরে, বিশেষ করে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের 'নিকট ও আন্তরিক নতুন ধরনের রাজনীতি-বাণিজ্য সম্পর্ক গঠনের প্রস্তাব' উত্থাপনের পর থেকে জার্মানিতে অধিক থেকে অধিকতর প্রবাসী চীনা নিজের ব্যবসা চীনের সঙ্গে যুক্ত করেছে। বলা যায়, চীনের অর্থনৈতিক উন্নয়নের সাফল্যে প্রবাসী চীনাদের অবদানও রয়েছে।
আসন্ন সিপিসি'র জাতীয় কংগ্রেস সম্পর্কে ওয়াং ওয়েন বলেন, '১৮তম জাতীয় কংগ্রেস থেকে আসন্ন ১৯তম জাতীয় কংগ্রেস পর্যন্ত ৫ বছরে চীনে বড় পরিবর্তন ঘটেছে। ১৯তম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করছি এবং চীন আরও সমৃদ্ধ ও শক্তিশালী, প্রক্রিয়াজাত শিল্প আরও ফলপ্রসূ এবং প্রযুক্তি ও স্মার্ট প্রযুক্তির মান আরও উন্নত হবে বলে আশা করছি।
যুক্তরাষ্ট্রে খ্যাতিমান প্রবাসী চীনা ব্যবসায়ী জনাব চৌ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তার কোম্পানি বিজ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে। চীনের উন্নয়নের সম্ভাবনা প্রত্যাশা করেন তিনি। সিপিসি'র জাতীয় কংগ্রেসের পর তিনি চীন-যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট আরও বেশি প্রকল্প সম্প্রসারণ করতে চান। (রুবি/টুটুল/আনন্দী)