দ্বিতীয় চীন-বাংলাদেশ সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত
  2017-10-13 19:27:44  cri
অক্টোবর ১৩: গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশের রাজধানী ঢাকায় কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধনী দিবসে দ্বিতীয় চীন-বাংলাদেশ কালচার ও আর্ট ফেস্টিভাল-২০১৭ আয়োজন করা হয়। এ উত্সবের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক বিনিময় আরো জোরদার হয়েছে।

বাংলাদেশে চীনের দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট যৌথ উদ্যোগে 'চীনা গল্প বিনিময়' প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত মা মিং ছিয়াং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের আমন্ত্রণে ছাত্রছাত্রীদের একটি হস্তলিপিশিল্পের ক্লাস নেন।

এ দিবসে চীন-বাংলাদেশ সাংস্কৃতিক ছবি প্রদর্শনী, চীন সফরকারী বাংলাদেশের তরুণ-তরুণীদের সম্মেলন, চীন-বাংলাদেশ প্রতিভা প্রদর্শন, চীন-বাংলাদেশ সংগীত এবং চীনা ঔষধ নিয়ে বক্তৃতা পর্বের আয়োজন করা হয়।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040