আফগানবিরোধী নতুন মার্কিন কৌশলের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট
  2017-10-13 18:11:54  cri

অক্টোবর ১৩: আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই গতকাল (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের নতুন আফগানবিষয়ক কৌশলের সমালোচনা করেছেন। আফগান সরকারকে লয়া জিরগায় জরুরি বৈঠকের আহবান জানিয়েছেন তিনি।

এদিন কারজাই তার বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আফগান কৌশলে কোনো শান্তির তথ্য নেই কিন্তু যুদ্ধের হুমকি আছে। তিনি বলেন, আইএস দমনে যুক্তরাষ্ট্র অনেক ভুল পদক্ষেপ নিয়েছে, তাই আইএস শক্তি সঞ্চয় করেছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে।

তিনি আরো বলেন, 'আফগান-যুক্তরাষ্ট্র 'দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি' স্বাক্ষরিত হওয়ার পর আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে আরো খারাপ হয়েছে।'

গত ২১ অগাস্ট আফগানিস্তানের সন্ত্রাস দমনে সহযোগিতার জন্য নতুন কৌশল ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর আফগান প্রেসিডেন্ট ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে নতুন কৌশলকে স্বাগত জানানো হয়।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040