প্রসঙ্গ: জিম্বাবুয়েতে চীনা প্রেসিডেন্টের বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র পরিদর্শন
  2017-10-13 15:32:19  cri

২০১৫ সালের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জিম্বাবুয়ে সফর করেন। সেসময় তিনি স্থানীয় এক বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রে বিচরণকারী হাতি, সিংহ, ও জিরাফসহ বিভিন্ন প্রাণীর প্রতি তিনি তার ভালোবাসা প্রকাশ করেন এবং সেগুলোকে খাবার দেন। প্রেসিডেন্ট সি'কে এর আগে প্রকাশ্যে বন্যপ্রাণীদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে দেখা গেলেও, বিদেশে এমনটি খুব কমই ঘটেছে। কেন্দ্রটি প্রতিষ্ঠার পর বিগত ২০ বছর এখানে কোনো দেশের শীর্ষনেতা যাননি। প্রেসিডেন্ট সি ছিলেন প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। দুই বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু সেই স্মৃতি এখনও স্মৃতিপটে টাটকা বলে জানালেন কেন্দ্রের প্রধান রক্সি।

রক্সি বলেন, "চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কেন্দ্র পরিদর্শনে আসছেন জেনে আমরা খুই আনন্দিত ও উত্তেজিত ছিলাম। তার সঙ্গে কী কী বলবো, তা ঠিক করছিলাম। ওয়েবসাইট থেকে প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী সম্পর্কে তথ্য সংগ্রহ করলাম। জানতে পারলাম, হাতির দাঁতের ব্যবসা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে মতৈক্যে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট সি। সেজন্য আমি তাঁর সাথে বন্যপ্রাণী সুরক্ষার প্রশ্নে কথা বলতে তুলনামূলকভাবে বেশি আগ্রহী ছিলাম। তবে এই টপিকে বেশি কথা না-বলার চিন্তাও করেছিলাম আমি।"

বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে প্রেসিডেন্ট সি চিন পিং ও তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান রক্সি পরিবারের সঙ্গে চা খেয়েছেন। রক্সির চোখে চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রী আন্তরিক মানুষ। তাদের সাথে আড্ডা দিয়ে আরাম। এ সম্পর্কে তিনি বলেন,

"এতো বড় একজন মানুষের সঙ্গে কথা বলার সময় মনে কোনো ভয় কাজ করেনি আমার। কথা বলার সময় তেমন একটা সাবধানতাও অবলম্বন করিনি আমি। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রীর সঙ্গে আড্ডা দেওয়া যেন বসন্তের বাতাসে ভাসার মতোই আরামদায়ক।"

তিনি আরও বলেন, অবশ্যই আড্ডায় আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি। এ সম্পর্কে তিনি বলেন,

"স্বাভাবিকভাবেই টপিকগুলোর মধ্যে একটি ছিল বন্যপ্রাণী সুরক্ষাসম্পর্কিত। প্রেসিডেন্ট সি'র নিত্যদিনের জীবন সম্পর্কে জানতেও আমি আগ্রহী ছিলাম। বিশ্বের সবচেয়ে ব্যস্ত মানুষগুলোর একজন তিনি। কীভাবে বিভিন্ন কাজের চাপ মোকাবিলা করেন তিনি? জানতে চেয়েছি। আমাদের আড্ডায় পরিবার ও শিশুসহ বিভিন্ন বিষয়ও স্থান পায়। এসব বিষয়ে আলোচনা করে খুবই মজা পেয়েছি। তার সঙ্গে আড্ডা আমার চিরকাল মনে থাকবে।"

রক্সি জানান, তাঁকে প্রাণী প্রসঙ্গে অনেক প্রশ্ন করেছেন চীনা প্রেসিডেন্ট সি। সেই সঙ্গে, বন্যপ্রাণী সুরক্ষায় চীন কী কী করছে, সে সম্পর্কেও তাকে ধারণা দিয়েছেন। রক্সি মনে করেন, বন্যপ্রাণী সুরক্ষার ব্যাপারে প্রেসিডেন্ট সি চিন পিং ভীষণ আন্তরিক। রক্সি বলেন,

"আমাদের সঙ্গে চীনা প্রেসিডেন্ট সি ও স্ত্রী বন্যপ্রাণীকেন্দ্র পরিদর্শন করেছেন। প্রেসিডেন্ট সি'কে দেখেছি বন্যপ্রাণীদের ব্যাপারে বেশ আন্তরিক। তিনি হাতিকে হাসিমুখে খাবার দিয়েছেন। পরিদর্শনকালে তিনি বন্যপ্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। বন্যপ্রাণী সুরক্ষায় কীভাবে জিম্বাবুয়েকে সাহায্য করা হবে, সে সম্পর্কেও আমাকে ধারণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।"

প্রেসিডেন্ট সি'র সাথে তার সাক্ষাতকে জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করেন রক্সি। তিনি জানালেন, তিনি এ সাক্ষাতের কথা কোনোদিন ভুলবেন না। (ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040