চীনের বিদেশি পুঁজি আকর্ষণের পরিমাণ টানা ২৫ বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর শীর্ষস্থানে
  2017-10-12 18:45:39  cri
অক্টোবর ১২: চীনের বিদেশি পুঁজি আকর্ষণের পরিমাণ টানা ২৫ বছর ধরে উন্নয়নশীল দেশগুলোর শীর্ষস্থানে রয়েছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কাও ফোং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

তিনি আরো বলেন, বিগত পাঁচ বছরে চীনের বিদেশি পুঁজি ব্যবহারের আকার স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বিদেশি পুঁজি ব্যবহারের গুণগত মানও বেড়েছে। ভবিষ্যতে চীন উন্মুক্তকরণের ক্ষেত্র আরো সম্প্রসারণ করবে এবং সুবিধাজনক বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করবে বলে মুখপাত্র জোর দিয়ে বলেন।

উল্লেখ্য, সারা বিশ্বের আন্তঃদেশীয় সরাসরি পুঁজি বিনিয়োগের পরিমাণ ২ শতাংশ কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে চীনের বিদেশি পুঁজি ব্যবহারের পরিমাণ ৮৬৪.৪ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে দাঁড়িয়েছে। এই সংখ্যা পূর্ব বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040