অক্টোবর ১১: বেইজিংতে স্থাপিত ১৯তম কংগ্রেসের সংবাদ কেন্দ্র আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মিডিয়া হোটেল ১৯তম কংগ্রেসে সাক্ষাত্কার নেওয়া দেশি-বিদেশি সাংবাদিকদের সাক্ষাত্কার নথি বিতরণ করে এবং সাক্ষাত্কারের আবেদন গ্রহণ করে। পাঁচ বছর আগের তুলনায় এবার সংবাদ কেন্দ্রের স্থান বাড়ানো হয়েছে, নেটওয়ার্কের গতি আরো দ্রুত এবং আরো অনেক নতুন সেবা চালু করা হয়েছে।
১৮ অক্টোবর থেকে বেইজিংয়ে শুরু হবে চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র ১৯তম কংগ্রেস। সংবাদ কেন্দ্রের প্রধান সেবার মধ্যে রয়েছে, প্রেস ব্রিফিং ও সংবাদ সম্মেলন আয়োজন করা, সাক্ষাত্কার, তথ্য-উপাত্ত প্রদান করা এবং নেটওয়ার্ক যোগাযোগ সেবা প্রভৃতি।
তা ছাড়া, সংবাদ কেন্দ্রের প্রেস রুম, সাক্ষাত্কার কক্ষ, নেটওয়ার্ক রুম এবং চিকিত্সা সেবা রুমসহ বিভিন্ন বিশেষ অঞ্চল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, মোবাইলে তথ্যসেবা নতুন চালু করা হয়েছে। সংবাদদাতারা সংবাদ কেন্দ্রের উইচ্যাটের মাধ্যমে সংশ্লিষ্ট সেবা ও খবরাখবর পাবেন।
(লিলি/তৌহিদ)