বিশ্বে শীর্ষ স্থানে থাকা ডিজিটাল শিল্প গোষ্ঠী—জিই'র উপ-মহাপরিচালক এবং প্রধান নির্বাহী চীনা বাজারের মহাপরিচালক ও কার্যনির্বাহী প্রধান তুয়ান সিয়াও ইং বলেন, চীনে ব্যবসায়িক পরিবেশ আরও সুবিধাজনক হচ্ছে। চীনের বিভিন্ন স্তরের সরকারী বিভাগে কর্মকাণ্ডে ব্যবহৃত সংশ্লিষ্ট উদ্যোগ আরও সহজতর ও সুবিধাজনক হয়েছে। এতে শিল্পপ্রতিষ্ঠানের প্রতি ধারাবাহিক সেবা প্ল্যাটফর্ম ও কর্মকাণ্ড ব্যবস্থা গড়ে ওঠেছে। এটি শিল্পপ্রতিষ্ঠানের কার্যকারিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, ২০১৩ সালে শাংহাই অবাধ বাণিজ্য এলাকা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এ সম্পর্কে তিনি বলেন
'এই এলাকার কল্যাণে বাণিজ্য ও শিল্প, শুল্ক ও ব্যবসায়িক নীরিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নীতিগত সুবিধা পেয়েছে জিই। আমি মনে করি, আগের সাথে তুলনা করলে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সংশ্লিষ্ট নীতিমালা সহজতর হওয়া এবং উদ্যোগ বাস্তবায়নের গতি দ্রুততর হওয়া'।
এ বছর চীনে অবাধ বাণিজ্য সংক্রান্ত পরীক্ষামূলক এলাকার সংখ্যা ৪টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১টিতে। তুয়ান সিয়াও ইং আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীনের বৈদেশিক উন্মুক্তকরণ নীতি অব্যাহতভাবে কাজে লাগানোর সঙ্গে সঙ্গে চীনে জিই'র ব্যবসার ক্ষেত্র দ্রুততার সাথে সম্প্রসারিত হয়েছে।
চীনে প্রথম আন্তর্জাতিক ব্যাংক কার্ড প্রতিষ্ঠান হিসেবে মাস্টার কার্ড বিগত ৩১ বছর চীনা অর্থনীতির দ্রুত উন্নয়ন প্রত্যক্ষ করেছে। সেই সঙ্গে, এই প্রক্রিয়ায় চীনা ভোক্তাদের ব্যাপক সুবিধাও সৃষ্টি করেছে। মাস্টার কার্ডের চীনা বাজারের মহাপরিচালক ছাং ছিং বলেন, বিগত পাঁচ বছর চীনা বাজারে লক্ষণীয় অগ্রগতি অর্জন করেছে মাস্টার কার্ড। এ সম্পর্কে তিনি বলেন
'বিগত পাঁচ বছর হচ্ছে চীনে মাস্টার কার্ডের জন্য উন্নয়নের খুবই ভাল পাঁচ বছর। এই সময় বিশ্বে মাস্টার কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজার হিসেবে চীনকে চিহ্নিত করা হয়। এটি আমাদের গোটা কোম্পানির উন্নয়নে মাইলফলক তাত্পর্য রয়েছে। বিগত কয়েক বছরে চীনে ৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে বিভিন্ন সহযোগিতা চালিয়েছি আমরা, এতে কয়েক শতাধিক নব্যতাপ্রবর্তন সংক্রান্ত পণ্যও ছাড় করা হয়েছে।
সিআরআইকে সাক্ষাত্কার দেয়া বিদেশী শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা মনে করেন, সাম্প্রতিক বছরগুলোতে চীনে উত্থাপিত 'মেইড ইন চায়না-২০২৫' ও 'ইন্টারনেট প্লাস'সহ সামষ্টিক কৌশল ও 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব বাস্তবায়নের সঙ্গে সঙ্গে চীনে বিদেশী শিল্পপ্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ উন্নয়ন সুযোগ সৃষ্টি করেছে। চীনা অর্থনৈতিক উন্নয়নের দুয়ার উন্মুক্ত বলে জানান তাঁরা।
জাতিসংঘের প্রকাশিত এক জরিপে বলা হয়, আন্তঃদেশীয় কোম্পানি সমূহের কাছে চীন পুঁজি বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থলের অন্যতম।
(ওয়াং হাইমান/মহসীন)