দিওয়ালি চলাকালে দিল্লীতে আতশবাজি বিক্রি নিষিদ্ধ
  2017-10-10 15:02:08  cri
অক্টোবর ১০: গতকাল (সোমবার) ভারতের সুপ্রিম কোর্ট দিওয়ালি চলাকালে ১৯ অক্টোবর থেকে রাজধানী নয়াদিল্লী ও পার্শ্ববর্তী অঞ্চলে আতশবাজি বিক্রি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। এই নিষেধাজ্ঞা বলবত থাকবে ১ নভেম্বর পর্যন্ত।

নিষেধাজ্ঞার ঘোষণায় জনসাধারণকে "একটি আতশবাজিমুক্ত দিওয়ালি' কাটানোর আহ্বান জানানো হয়।

ঐতিহ্যবাহী এই রেওয়াজ পালন করতে গিয়ে এ মাসের শুরু থেকে দেশটির পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশসহ বিভিন্ন অঞ্চলের কৃষকদের অনেক খড় আগুণে পুড়ে যায়। নয়াদিল্লী ও আশপাশে অঞ্চলের আবহাওয়ায় এই আতশবাজি গুরুত্বর প্রভাব ফেলে। স্থানীয় পরিবেশবাদীরা সরকারের কাছে আইন প্রয়োগের মাত্রা বাড়িয়ে আবহাওয়া অধিকতর খারাপ হওয়া এড়ানোর আহ্বান জানিয়েছেন।

(প্রেমা/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040