মিয়ানমারে নতুন সেনা অভিযানে পালিয়ে আসছে রোহিঙ্গারা, কক্সবাজারে চিকিৎসা
  2017-10-08 18:49:45  cri
মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযানে ঘরবাড়ি ছেড়ে আবারো বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা। জাতিসংঘ আশঙ্কা করছে এর ফলে আবারো বাংলাদেশে ঢল নামতে পারে রোহিঙ্গাদের।

সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে। তাদের শরীরে গুলি ও আগুনে পোড়াসহ নানা জখমের চিহ্ন। রোহিঙ্গাদের চিকিৎসা দেওয়ার জন্য কক্সবাজার হাসপাতালে বিশেষ রোহিঙ্গা সার্জারি ইউনিট খোলা হয়েছে। এদিকে, ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বলেছেন, ৮ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ সরকার কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির নির্মাণ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে একসঙ্গে এত শরণার্থীকে রাখা হলে তা স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন তিনি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040