ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা জোরদার করবে ভারত
  2017-10-07 16:50:14  cri
অক্টোবর ৭: ১৪তম ভারত-ইইউ শীর্ষসম্মেলন গতকাল (শুক্রবার) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সন্ত্রাসদমন, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের ঘোষণা দিয়েছে দু'পক্ষ। তা ছাড়া, অবাধ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা পুনরুদ্ধারের ইচ্ছাও প্রকাশ করেছে দু'পক্ষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনাল্দ তুস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ ইয়ুঙ্কাসহ অনেকেই শীর্ষসম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত-ইইউ বহুমাত্রিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ইইউ হলো ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার ও বিনিয়োগকারী। সন্ত্রাসদমন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতা জোরদার করার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তায় আন্তর্জাতিক সৌরশক্তি জোটের সৌরশক্তি প্রকল্প বাস্তবায়ন করবে ভারত।

তুস্ক বলেন, ইইউ ও ভারত দ্বিপক্ষীয় রাজনৈতিক সম্পর্ক এবং সন্ত্রাসদমন খাতে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট শর্ত পূরণ করে অবাধ বাণিজ্য আলোচনা আবারও শুরু হবে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040