ইথিওপিয়ার সাথে ভারতের একাধিক অংশীদারি চুক্তি স্বাক্ষরিত
  2017-10-06 17:45:46  cri
অক্টোবর ৬: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে, ইথিওপিয়া ও ভারত গতকাল (মঙ্গলবার) কয়েকটি অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে। আদ্দিস আবাবায় চুক্তিগুলোতে স্বাক্ষর করেন ভারতের সফররত রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ ও ইথিওপিয়ার প্রেসিডেন্ট মুলাতু তেশোম। অংশীদারি চুক্তিগুলো বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, ও গণমাধ্যমসহ বিভিন্ন খাতসংশ্লিষ্ট।

কোভিন্দ হচ্ছেন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি গত ৪৫ বছরে প্রথম ইথিওপিয়া সফর করেন। সফরকালে তিনি ইথিওপিয়ার সরকারি মহলের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন এবং দেশটিতে বসবাসরত ভারতীয়দের সঙ্গেও দেখা করেন।

উল্লেখ্য, কমপক্ষে ৫৮৪টি ভারতীয় কোম্পানি ইথিওপিয়ায় টেক্সটাইল, শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। (আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040