৫ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে: ত্রাণমন্ত্রী
  2017-10-05 19:11:52  cri

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ২৫ আগস্ট থেকে ৫ অক্টোবর পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে ৬১ হাজারের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন হয়েছে।

কক্সবাজারে কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন ত্রাণমন্ত্রী। বিভিন্ন স্থানের ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের কুতুপালং শরণার্থী ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সবার নিবন্ধন ও প্রয়োজনীয় ত্রাণ দিয়ে যাবে সরকার। এদিকে ত্রাণসচিব মোঃ শাহ কামাল রোহিঙ্গাদের বলপূর্বক বাস্তুহারা নাগরিক হিসেবে উল্লেখ করে বলেন, তাদের ফিরিয়ে নিতে হবে মিয়ানমারকে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040