জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তার কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শন
  2017-10-03 17:02:13  cri

সহিংসতার মুখে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে মঙ্গলবার কক্সবাজার শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকুক এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক।

পরে তারা সেখানে সংবাদ সম্মেলন করেন এবং শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শরণার্থী পরিস্থিতি দেখতে সোমবার তারা বাংলাদেশে আসেন। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আন্তর্জাতিক চাপে মিয়ানমার এখন কিছুটা নমনীয় হয়েছে। এদিন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অন্যদিকে এখনো রোহিঙ্গা অনুপ্রবেশ চলছে বাংলাদেশ। সোমবার একদিনেই ৬ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040