ঢাকা-গাজিপুর মহাসড়কে উন্নয়নমূলক কাজ করবে চীনা কোম্পানি
  2017-10-02 18:55:13  cri

অক্টোবর ২: ঢাকা-গাজিপুর মহাসড়কে কিছু উন্নয়নমূলক কাজের ঠিকাদারি পেয়েছে চীনের ওয়ে হাই আন্তর্জাতিক আর্থিক ও প্রযুক্তিগত সমবায় কোম্পানি। সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কোম্পানিটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুসারে, চীনা কোম্পানিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজিপুর পর্যন্ত মহাসড়কের দু'পাশে ১০০টি শাখা-সড়ক নির্মাণ বা মেরামত করবে। তা ছাড়া, সড়কের পাশে ৯টি নতুন মার্কেটও নির্মাণ করবে কোম্পানিটি।

এ কাজে ব্যয় হবে ২ কোটি মার্কিন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক এ প্রকল্পে অর্থায়ন করছে। প্রকল্পের মেয়াদ ১৮ মাস। প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট সড়কের ওপর যানবাহনের চাপ কমবে এবং সংশ্লিষ্ট বাসিন্দাদের জীবনমান বাড়বে বলে আশা করা হচ্ছে। (শিশির/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040